Barak Valley

রমণীকৃষ্ণ চা বাগানে বিদ্যালয় ভবনের শিলান্যাস কমলাক্ষের

করিমগঞ্জ : বাঙালি, আদিবাসী, বাগান শ্রমিক সবার জন্য চিন্তা করে বিজেপি৷ তাই প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় নির্মাণের উদ্যোগ হাতে নিয়েছে বর্তমান সরকার৷ মঙ্গলবার করিমগঞ্জের রমণীকৃষ্ণ চা বাগানে ২ কোটি ৮৮ লক্ষ টাকার স্কুল ভবন নির্মাণের শিলান্যাস অনুষ্ঠানে সম বিকাশের বাণী শোনালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷

এদিন বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, বিজেপি সমাজের প্রতিটি লোকের কথা চিন্তা করে৷ বিজেপি সরকার গঠনের পর থেকে দেশের উন্নয়ন হচ্ছে সেটা সবাইকে মানতে হবে৷ কোনও এক সময় টাকা ছাড়া চাকরি মেলত না৷ আজকাল মেলার মাধ্যমে নিয়োগপত্র বন্টন করা হয়৷ বর্তমান সরকার গ্রামাঞ্চলের সড়কের উন্নয়ন করছে৷ অসম মালা, ভারত মালার অধীনে নতুন পথের সূচনা করছে সরকার৷

কমলাক্ষ আরও বলেন, রমণীকৃষ্ণ চা বাগানে বিদ্যালয় নির্মাণ হবে ১৬০০ স্কোয়ার মিটার এলাকা জুড়ে৷ সঙ্গে থাকবে ১২০০ স্কোয়ার মিটারের সাইকেল স্ট্যান্ড৷ এক বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন করার লক্ষ্য স্থির করা হয়েছে৷ কাজের গুণগত মান যাতে ভাল হয় সে বিষয়ে ঠিকাদার রত্নদীপ দাসপুরকায়স্থকে নির্দেশ দেন তিনি৷ অনুষ্ঠানে এলাকার প্রবীণ নাগরিক অনুজ দত্ত, প্রাক্তন জেলা পরিষদ সদস্য শংকর মালাকার, ভাস্করজ্যোতি দেব প্রমুখ উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button