Assam

নামজারিতে ঘুষ, ফের গ্রেফতার লাটমন্ডল

বিশ্বনাথ : ঘুষের টাকা নেওয়ার অভিযোগে অসমে গ্রেফতার হয়েছেন আরও এক সরকারি কর্মচারী৷ তিনি বিশ্বনাথ জেলার অন্তর্গত গহপুর রেভিনিউ সার্কলে কর্মরত লাটমন্ডল, নাম নওশাদ আলি৷

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন আধিকারিকদের পাতা ফাঁদে পড়ে গ্রেফতার বরণ হন লাটমন্ডল নওশাদ আলি৷ জনৈক ব্যক্তি তার জমির নামজারির জন্য বহুদিন আগে এক আবেদন করেছিলেন৷ কিন্তু নামজারি করতে গড়িমসি করে বিলম্ব করছিলেন লাটমন্ডল নওশাদ৷ শীঘ্র নামজারি করতে তিনি আবেদনকারীর কাছে নগদে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন৷

এদিকে বীতশ্রদ্ধ ওই আবেদনকারী মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশনের দ্বারস্থ হন৷ অ্যান্টি করাপশনের আধিকারিকদের কষা ছক অনুযায়ী আজ দুপুরের দিকে লাটমন্ডল নওশাদকে অগ্রিম হিসাবে নগদ টাকা দিতে যান৷ অফিসের বাইরে অপেক্ষা করছিলেন অ্যান্টি করাপশনের আধিকারিকরা৷ অফিসের ভিতরে কথোপকথনের মধ্যে অভিযোগকারী নওশাদের হাতে টাকার বান্ডিল তুলে দেন৷ সে সময় দৌড়ে গিয়ে হাতেনাতে তাকে পাকড়াও করেন অফিসাররা৷ টাকাগুলি তাঁরা ব্যাঙ্ক কর্মচারী ও কয়েকজনকে সাক্ষী রেখে বাজেয়াপ্ত করেন৷

জানা গেছে, ১৯৮৮ সালের দুর্নীতি প্রতিরোধ আইন (২০১৮ সাল সংশোধিত)-এর ধারা ৭(এ)-এর অধীনে অ্যান্টি করাপশন (এসিবি) থানায় ঘুষখোর নওশাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

Show More

Related Articles

Back to top button