নিযুক্তি বাণিজ্য ইস্যুতে বারইগ্রামেও পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতল

নিলামবাজার : নিযুক্তি বাণিজ্য ইস্যুতে বারইগ্রামেও পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতল৷ বিতর্কিত ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিবৃতির দাবি তুলে রাজপথ উত্তাল করে তুলল করিমগঞ্জ যুব কংগ্রেসিরা৷ Zero Tolerance নীতির দোহাই দিয়ে রাজ্যে বিজেপি সরকারের আমলে সরকারি নিযুক্তির রমরমা বাণিজ্যের অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী বিবৃতির দাবি তুলে প্রতিবাদী বিক্ষোভে বারইগ্রাম তেমাথা উত্তাল করে তুলেন করিমগঞ্জ যুব কংগ্রেস সভাপতি নাসির উদ্দিন নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেসের যুব বাহিনী৷
জানা গেছে, প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি জুবাইর এনামের নির্দেশেই রাজ্য জুড়ে নিযুক্তি বাণিজ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিবৃতির দাবিতে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করেছে যুব কংগ্রেসিরা৷
বুধবার বিকেলে দক্ষিণ করিমগঞ্জের বারইগ্রামে করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি নাসির উদ্দিনের নেতৃত্বে যুব কংগ্রেসিরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর পাশাপাশি বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য বিভিন্ন প্ল্যা-কার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন৷ এই প্রতিবাদী কার্যসূচিতে অংশগ্রহণ করে সরকারি নিযুক্তির ক্ষেত্রে বরাক বঞ্চনা ও টাকার বিনিময় যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি প্রদানের অভিযোগ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাবদিহি করেন করিমগঞ্জ যুব কংগ্রেসের উপ-সভাপতি জাইজুল হোসেন, দক্ষিণ করিমগঞ্জ যুব কংগ্রেসের সভাপতি মুজাহিদুল ইসলাম, উপ-সভাপতি আব্দুল ওয়াহিদ, পাথারকান্দি যুব কংগ্রেসের সভাপতি মিনহাজ আহমদ, সাধারণ সম্পাদক জাইদুল করিম সহ অন্যরা৷