Updates

নিলামবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দোকান

নিলামবকজার : নতুন বছরের ২য় দিনে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল নিলাবজার এলাকার গুলছড়া বাজার৷ তবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১টি দোকান৷ দমকল বাহিনীর সমপোযোগী পদক্ষেপে রক্ষা পেয়েছে অল্পের জন্য রক্ষা পেয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি৷

জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিলামবাজার থানা এলাকার গুলছড়া বাজারে ফুজেল আহমেদের স্টেশনারি কাম কম্পিউটার দোকানে আগুন দেখতে পান স্থানীয় জনগণ৷ চিৎকার শুরু করলে দোকান মালিক সহ স্থানীয় জনগণ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন৷ কিন্তু আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে গ্রাস করে নেয় পুরো দোকানকে৷ খবর দেওয়া হয় নিলামবাজার দমকল বাহিনীকে৷ দমকল বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে পুড়ে যায় ফয়জলের দোকান৷ তবে পাশে বেশকিছু বসতগৃহ রক্ষা করতে সক্ষম হয় তারা৷ স্থানীয় জনগণ জানান সম্ভবত বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত৷

Show More

Related Articles

Back to top button