দশ কোটি টাকার হেরোইন সহ লরি বাজেয়াপ্ত, গ্রেফতার দুই পাচারকারী

ডিফু, ১৯ মে : আন্তর্জাতিক ড্ৰাগস পাচার চক্ৰের বিরুদ্ধে সফল ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে কাৰ্বি আংলং পুলিশ। আজ শুক্রবার বিকেলে এক অভিযান চলিয়ে দশ কোটি টাকার হেরোইন সহ একটি লরি বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে গ্ৰেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক গোপন সূত্ৰের খবরের ভিত্তিতে শুক্রবার বিকেলে কাৰ্বি আংলং জেলার পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়ার তত্ত্বাবধানে বোকাজান মহকুমার এসডিপিও জন দাসের নেতৃত্বে তথা বকলীয়াঘাট থানার ভারপ্ৰাপ্ত অফিসার নবজ্যোতি দাসের সহযোগিতায় পুলিশের একটি দল বকলিয়াঘাট নগরের বাইপাসে এক তাল্লাশি অভিযান চালায়। উক্ত অভিযানের সময় অভিযানকারী পুলিশের দলটি নম্বর প্লেট বিহীন একটি ছয় চাক্কার লরিতে তল্লাশি চালিয়ে ১৩৬টি সাবানের বাক্সে লুকিয়ে আনা অবস্থায় ১.৭ কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। বাজেয়াপ্তকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য কমেও প্ৰায় দশ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে পুলিশ এই বৃহত্ পরিমানের হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে গ্ৰেফতার করতে সক্ষম হয়। ধৃত পাচারকারী দুজন যথাক্ৰমে কাছাড় জেলার কাটিগড়ার জালাল উদ্দিন (৪২) এবং করিমগঞ্জ জেলার বদরপুরের কাহার আহমেদ (২০), জানিয়েছে কার্বি-আংলং পুলিশ।