Barak ValleyEntertainment

নৃত্যশ্রীর সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা ২৯ জুলাই

করিমগঞ্জ : করিমগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংস্থা নৃত্যশ্রী কলা নিকেতনের উদ্যোগে আজাদি কি অমৃত মহোত্‍সব উপলক্ষ্যে দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জুলাই স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে দেশাত্মবোধক একক নৃত্য ও একক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। ক বিভাগে ৬ থোকে ১২ বছরের প্রতিযোগী, খ বিভাগে ১৩ থেকে ১৮ বছর এবং গ বিভাগে ১৯ বছর থেকে এর বেশি বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন।

২৯ জুলাই সকাল ১০টায় এই প্রতিযোগিতা শুরু হবে। ৩০ জুলাই রবিবার বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সন্ধ্যা ৫-টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠান শেষে এদিনই বিজয়ীদের পুরস্কৃত করা হবে। করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি কামনা করেছেন সংস্থার প্রধান সোনালী গোস্বামী চক্রবর্তী।

Show More

Related Articles

Back to top button