নৃত্যশ্রীর সঙ্গীত ও নৃত্য প্রতিযোগিতা ২৯ জুলাই
করিমগঞ্জ : করিমগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংস্থা নৃত্যশ্রী কলা নিকেতনের উদ্যোগে আজাদি কি অমৃত মহোত্সব উপলক্ষ্যে দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৯ জুলাই স্থানীয় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে দেশাত্মবোধক একক নৃত্য ও একক সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। ক বিভাগে ৬ থোকে ১২ বছরের প্রতিযোগী, খ বিভাগে ১৩ থেকে ১৮ বছর এবং গ বিভাগে ১৯ বছর থেকে এর বেশি বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন।
২৯ জুলাই সকাল ১০টায় এই প্রতিযোগিতা শুরু হবে। ৩০ জুলাই রবিবার বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে সন্ধ্যা ৫-টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন। অনুষ্ঠান শেষে এদিনই বিজয়ীদের পুরস্কৃত করা হবে। করিমগঞ্জ সহ বরাক উপত্যকার সংস্কৃতিপ্রেমী মানুষের উপস্থিতি কামনা করেছেন সংস্থার প্রধান সোনালী গোস্বামী চক্রবর্তী।