Barak Valley
নেহেরু যুব কেন্দ্রের সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন
করিমগঞ্জ : ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং চলো পাল্টাই-র সৌজন্যে সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়৷ শুভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়৷ তারপর হাতে তৈরী সামগ্রী নিয়ে এক প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়ায় উইংস ফর ইয়ুথ এনজিও৷ উপস্থিত ছিলেন এনজিও-র সম্পাদক শতাব্দী দাস, সদস্যা খুশি মালাকার সহ অন্যরা৷ সম্প্রতি নেহেরু যুব কেন্দ্রের এক সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি ছিল দক্ষতার উপর৷