পরিবেশ দিবস : ফ্রেন্ডস অফ আর্থের বসে আঁকো প্রতিযোগিতা
করিমগঞ্জ : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে করিমগঞ্জ ফ্রেন্ডস অফ আর্থের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ ২ জুন রবিবার ফ্রেন্ডস অফ আর্থ সংস্থার পক্ষ থেকে করিমগঞ্জের মেইন রোডের নগেন্দ্র নাথ তিলক চাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করা হয়৷ বিষয় ছিল — আসন্ন বিশ্ব পরিবেশ দিবস ও প্রাকৃতিক পরিবেশের অবক্ষয় রোধ৷
এই প্রতিযোগিতায় ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে৷ পরবর্তী পর্বে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে প্লাস্টিক প্রদূষণমুক্ত শহর, বৈশ্বিক উষ্ণায়ন ও ২০২৪-র বিশ্ব পরিবেশের থিম ভূমি পুনরুদ্ধার নিয়ে আলোচনা সভা হয়৷ বিদ্যালয় প্রাঙ্গণেও কিছু বৃক্ষ রোপণ করা হয়৷ সংস্থার কর্মকর্তাদের কথায় ৫ জুন পরিবেশ দিবসে এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে৷ বিতরণ করা হবে পুরষ্কারও৷ এদিনের আলোচনা সভায় বক্তব্য পেশ করেন শ্যামল প্রসাদ চৌধুরী, অপূর্ব দত্ত, জন্মজিৎ ভট্টাচার্য, জুয়েল ভট্টাচার্য, এইচ এম আমির হোসেন, রাজদীপ সেন, অপরাজিতা শর্মা আচার্য প্রমুখ৷