পরিবেশ বান্ধব ক্যারিব্যাগ বিতরণী কর্মসূচি শুরু করল সর্বধর্ম সমন্বয় সভা
মিনহাজুল আলম তালুকদার : প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের ক্ষতিকারক দিক চিন্তা করে পরিবেশ বান্ধব ক্যারিব্যাগ বিতরণী কর্মসূচি শুরু করল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা। পরিবেশ দূষণের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এবং শান্তি সম্প্রীতির বার্তা সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে এই কর্মপ্রয়াসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। বিশিষ্ট চিকিৎসক তথা সংস্থার কেন্দ্রীয় উপ-সভাপতি ডা: মোস্তফা আহমদের হাত ধরে পরিবেশ বান্ধব এই ক্যারিব্যাগ বিতরণী কর্মসূচির সূচনা করা হয়। শুরুতে ‘ডিজায়ার ফৌর লাইফ’ সংস্থার কর্মকর্তাদের হাতে একেকটা ব্যাগ তুলে দেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। শহরের বিভিন্ন স্থানেও বিতরণী কর্মসূচি চালানো হয় বলে জানান তিনি। সূচনালগ্নে উপস্থিত ছিলেন ডিজায়ার ফৌর লাইফের জাতীয় মহিলা সভানেত্রী গীতা পাণ্ডে শর্মা, আইনজীবী জ্যোতি প্রসাদ ভট্টাচার্য, জাছমিনা বেগম মজুমদার, কোনাল গোস্বামী, সুমিত্রা সাহানি, গীতা চন্দ, অঞ্জু দেবী, পম্পা দাস ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা।