Barak Valley

পশ্চিমবঙ্গে বিজেপির প্রচারে সুব্রত ভট্টাচার্য সহ বরাকের প্রতিনিধি দল

করিমগঞ্জ : জেলা বিজেপি সভাপতি হিসাবে করিমগঞ্জ লোকসভা আসনের দায়িত্ব পালন করে এবার পশ্চিমবঙ্গে পাড়ি দিলেন সুব্রত ভট্টাচার্য৷ গত কয়েকদিন থেকে তিনি সেখানে নির্বাচনের প্রচারে ব্যস্ত রয়েছেন৷ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা ৭টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত দমদম লোকসভা আসনে বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের প্রচারের দায়িত্ব পালন করেছেন৷ একইসঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী সজল ঘোষের সমর্থনে প্রচার চালাচ্ছেন৷ পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে রয়েছেন বরাক বিজেপির এক প্রতিনিধি দল৷ করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য সঙ্গীদের নিয়ে দমদম লোকসভা ও বরাহনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক স্থাপন করেছেন৷

বিজেপি সভাপতির উদ্বৃতি দিয়ে করিমগঞ্জ জেলা বিজেপির মুখপাত্র নিশিকান্ত ভট্টাচার্য সোমবার জানিয়েছেন, নরেন্দ্র মোদীর হাতকে আরও শক্তিশালী করতে দমদম লোকসভা ও বরাহনগর বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর সমর্থনে নিজেদের মূল্যবান ভোট প্রদান করার আহ্বান জানান বরাক বিজেপি নেতারা৷ গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গে এক নতুন সূর্যোদয় ঘটাতে সবার প্রতি বিনম্র আহ্বান রাখছেন সুব্রত ভট্টাচার্য৷ অসম সহ দেশের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্মের উদাহরণ তুলে ধরে বিজেপি প্রার্থীকে সমর্থনের অনুরোধ জানাচ্ছেন তারা৷ পশ্চিমবঙ্গের ১১টি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনু্ষ্ঠিত হবে ৭ম পর্যায়ে৷ এতে রয়েছে মর্যাদাপূর্ণ দমদমও৷

সুব্রত ছাড়াও বরাক বিজেপির প্রতিনিধি দলে রয়েছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ও শিলাদিত্য দেব, সৈকত দত্ত চৌধুরী, মিলন দাস প্রমুখ৷ সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে বিজেপি প্রার্থীর জয় সুনিশ্চিত বলে জানিয়েছেন সুব্রত ভট্টাচার্য৷

Show More

Related Articles

Back to top button