World
পাকিস্তানের সর্বোচ্চ সন্মান পেলেন এক ভারতীয় ধর্মগুরু !
পল্লব : পাকিস্তানের সর্বোচ্চ অসামরিক সম্মান হল নিশান-ই-পাকিস্তান। এনিয়ে চতুর্থবার কোনও ভারতীয়কে এই সম্মান দেওয়া হল। দাউদি বোহরা সম্প্রদায়ের নেতা তথা আধ্যাত্মিক গুরু সৈদনা মুফাদ্দল সৈফুদ্দিনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওই সম্প্রদায়ের বিশ্বব্যাপী উপস্থিতি রয়েছে। তাদের নেতাকেই পুরষ্কৃত করল পাকিস্তান। এই পুরস্কার বিদেশীদেও দেয় তারা।
মূলত গোটা বিশ্বজুড়ে কোনও বিশেষ কাজের জন্য বা কোনও মানবিক কর্মকাণ্ডের জন্য় এই পুরস্কার দেওয়া হয়। এবার দাউদি বোহরা সম্প্রদায়ের নেতা তথা আধ্যাত্মিক গুরু সৈদনা মুফাদ্দল সৈফুদ্দিনকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এই পুরস্কার তাঁর হাতে তুলে দিয়েছেন। ইসলামাবাদে তাঁর বাসভবনে এই অনুষ্ঠান হয়। পাক গভর্নর সিন্ধ কামরান তেসোরি ও বিদেশমন্ত্রী জালিল আব্বাস জিলানি সহ অন্যান্য়রা উপস্থিত ছিলেন।