Barak Valley
পাথারকান্দিতে দিনদুপুরে মোবাইল চুরি, চোরের উপদ্রবে আতঙ্ক
পাথারকান্দি : পাথারকান্দির বিভিন্ন স্থানে একের পর এক চুরির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে৷ বিশেষ করে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটছে৷ মোবাইল চুরি নিয়ে পাথারকান্দি থানায় একাধিক অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে চুরির কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করলেও চোরদের ধরতে ব্যর্থ৷ ফলে বাড়ছে চুরির ঘটনা৷ মঙ্গলবার পাথারকান্দি পেট্রোল পাম্প থেকে তেলা কেনার সময় এক অটো চালকের মোবাইল নিয়ে পালিয়ে যায় এক যুবক৷ পুরো চুরির এই ঘটনা পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে৷ জুড়াবাড়ি গ্রামের বাসিন্দা অটো চালক সিহাব উদ্দিন ঘটনার উল্লেখ করে পাথারকান্দি থানায় সিহাব এক এজাহার দায়ের করেছেন৷