Barak Valley

পাথারকান্দিতে পড়ুয়া, দুস্থদের বিভিন্ন সামগ্রী দিল BSF

পাথারকান্দি : পাথারকান্দি লাটিঠিলা ১৩৪ নং BSF camp-এ সিভিক অ্যাকশন প্রোগ্রামের অধীনে পড়ুয়াদের মধ্যে বিভিন্ন সামগ্রী বন্টন করা হয়৷ এ উপলক্ষে শুক্রবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে স্থানীয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশ নেয়৷

পরে BSF cmndnt. অজয় ভট্ট ছাত্র-ছাত্রীদের মধ্যে বই, খাতা, কলম, স্কুল ব্যাগ সহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন৷ পরবর্তীতে কুকিতল জিপির সভানেত্রীর প্রতিনিধি সজল কুর্মি ও পুথিনি জিপির সভানেত্রী নমিতা গোয়ালার উপস্থিতিতে এলাকায় অসহায়দের টর্চলাইট, খাতা, দা, কোদাল এবং ছোটদের খেলার সামগ্রী সহ সেলাই মেশিন ও জলের মোটর প্রদান করা হয়৷

BSF-র এহেন সমাজসেবামূলক কাজের জন্য সজল কুর্মি ও নমিতা গোয়ালা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷ BSF cmndnt. অজয় ভট্ট, লাঠিটিলা BSF camp-র সহকারি cmndnt. রঞ্জিত সিং আগামী দিনেও বর্ডার এলাকার জনগণের পাশে থেকে সহায়তা করার আশ্বাস দেন৷ উপস্থিত ছিলেন সমাজকর্মী রাহুল দাসও উপস্থিত ছিলেন৷

Show More

Related Articles

Back to top button