পাথারকান্দিতে পথ সুরক্ষা সচেতনতা অভিযান মন্ত্রীর
পাথারকান্দি : পথ সুরক্ষা নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বুধবার বাইক রেলি করে পাথারকান্দি পৌঁছালেন রাজ্যের পরিবহণ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ এদিন দুপুর ১:৩০টা নাগাদ করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগের আধিকারিক সহ বিজেপির করিমগঞ্জ জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে পাথারকান্দিতে উপস্থিত হন মন্ত্রী৷ পরে তিনি স্বাপর্ষদ স্থানীয় টাউন কালীবাড়ির সামনে এক সচেতনতা সভায় অংশ নেন৷ এতে পরিমলবাবু আগামী দিনগুলোতে দুর্ঘটনামুক্ত একটি সুন্দর অসম গড়ার আহ্বান জানান৷ তিনি বলেন, আগামীদিনে অসমকে আগামী দিনে দুর্ঘটনামুক্ত করতে চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে পথ সুরক্ষা মাস পালিত হচ্ছে৷ চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত৷ এই ১ মাসব্যাপী তিনি অসমের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বাইক নিয়ে পথ সুরক্ষার বার্তা দিতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন৷ তিনি বলেন, ট্রাফিক বিধি মেনে চললে যান দুর্ঘটনা এড়ানো সম্ভব৷ এক্ষেত্রে সরকার সহ জনগণকে এনিয়ে আসতে হবে৷ সভায় পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও DC মৃদুল যাদবও সবাইকে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানান৷ করিমগঞ্জ জেলা পরিবহণ বিভাগ ও স্থানীয় শ্যাম ব্রাদার্সের ব্যবস্থাপনায় উক্ত সচেতনতা সভায় পৌরোহিত্য করেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্যামাপদ দে৷