Updates

পাথারকা‌ন্দি‌র এক মসজিদের ‌দেওয়া‌লে উস্কানিমূলক সাম্প্রদা‌য়িক শব্ধবন্ধ, আটক মুস‌লিম ব্যবসায়ী

পাথারকা‌ন্দি : ইসলা‌মিক উপাসনাস্থল প‌বিত্র মস‌জি‌দের দেওয়ালে সাম্প্রদা‌য়িক উস্কানিমূলক শব্দবন্ধ লে‌খে দুই সম্প্রদা‌য়ের ম‌ধ্যে বিষবাষ্প ছ‌ড়ি‌য়ে দেওয়ার দায়ে পুলিশ আটক করেছে জনৈক মুস‌লিম ব্যদসায়ীকে। সিসি টিভি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ আটক করেছে আব্দুল বা‌রী নামের এক ব্যক্তিকে।

অপ্রত্যা‌শিত ঘটনা‌টি ঘ‌টেছে করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি বিধানসভা এলাকার আসিমগঞ্জে অবস্থিত হানিফাবাদ মস‌জি‌দে। মসজিদের দেওয়ালে বজরং দল মুসলিমদের বিরুদ্ধে কিছু হুমকি সংবলিত শব্দবন্ধ লেখে উভয় সম্প্রদায়ের মধ্যে সংঘাতে জড়িত হওয়ার উস্কানি দেওয়া হয়েছে।

লেখাগুলি দেখে এলাকার শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের তত্‍পরতায় এর সঙ্গে জ‌ড়িত দুষ্কৃতীকে সি‌সি টিভি ক্যামেরার ফু‌টেজ দে‌খে চিহ্নিত ক‌রেন। সিসি ক্যামেরায় দৃশ্যমান ব্যক্তিকে কাপড়ের ব্যবসায়ী জনৈক আব্দুল বারী বলে শনাক্ত করা হয়েছে। তিনি মূলত জেলারই নিলামবাজা‌রের বা‌সিন্দা। গত প্রায় চার বছর ধ‌রে হানিফাবাদ গড়েরমুখ বাজারে লাইফ স্টাইল নামের এক‌টি কাপড় দোকান চালা‌চ্ছেন আব্দুল।

গতকাল ১৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৬.১৫ মিনিটে এ কাণ্ড ঘটিয়ে তিনি গা ঢাকা দি‌য়ে‌ছি‌লেন। স্পর্শকাতর ঘটনার পরিপ্রেক্ষিতে উভয় সম্প্রদা‌য়ের শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের উপ‌স্থি‌তি‌তে হানিফাবাদ মসজিদের ভেতরে এক সভা অনু‌ষ্ঠিত হয়। পরে বিষয়‌টি নি‌য়ে আজ শ‌নিবার পাথারকা‌ন্দি থানায় যৌথভা‌বে এক‌ এজাহার দা‌য়ের ক‌রেন হানিফাবাদ মসজিদ কমিটি ও কানাইবাজার গড়েরমুখ বাজার কমিটির কর্মকর্তাকরা।

অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে আজ শ‌নিবার অভিযুক্ত‌ আব্দুল বারীকে আটক ক‌রেছে। ধৃত আব্দুল বারীকে পাথারকান্দি থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Show More

Related Articles

Back to top button