পাথারকান্দির ওএনজিসি রোডে ভয়াবহ অগ্নি কান্ডে পুড়ে ছাঁই পাকা বসত বাড়ি
পাথারকান্দি : পাথারকান্দির ওনজিসি রোডে সংঘটিত এক ভয়াবহ অগ্নি কান্ডে এক ব্যক্তির পাকা বসত গৃহ সহ আসবাবপত্রাদি ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাঁই হবার মর্মান্তিক খবর পাওয়া গেছে।এই ঘটনাটি সংঘটিত হয়েছে বৃহস্পতিবার গভির রাতে।এ সময়ে বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা অন্যত্র ছিলেন বলে জানা গেছে।এ বাড়ির মালিক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী গোলাপ সিংহ।তিনিও বর্তমানে বাহিরে আছেন।
এ মর্মে উনার স্ত্রী সহ আত্মিয়রা জানান যে আগুন লাগার খবর পেয়ে তারা আজ শুক্রবার সকালে বাড়িতে এসে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন।তিনি জানান ঘটনার সময়ে পরিবারের কেহ বাড়িতে ছিলেন না বলে সবকিছু আগুনের লেলিহান শিখায় ভষ্ম হয়ে গেছে।ধারনা করা হচ্ছে ফ্রীজে বিদ্যুতের শর্ট সার্কিট জনিত গোলযোগে এমন দুর্ঘটনা ঘটেছে।ক্ষয়ক্ষতির পরিমান প্রায় কুড়ি লক্ষাধিক টাকার মত হবে।ঘটনার সময়ে স্থানীয়রা ফায়ার ব্রিগেডে খবর দিলে তারা এসে আগুন আয়ত্বে আনে।তবে ততক্ষনে ব্যাপক ক্ষতি হয়ে যায়।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিকে এই মর্মান্তিক খবর পেয়ে গুয়াহাটিতে অবস্থানরত পাথারকান্দির বাসিন্ধা তথা কংগ্রেস সেবাদলের রাজ্যিক সভাপতি প্রতাপ সিনহা(পিলু)দু:খ প্রকাশ করে সর্বহারা এই পরিবারকে সরকারি সাহায্য পাইয়ে দিতে ডিসি এবং সিওর হস্তক্ষেপ কামনা করেছেন।