পাথারকান্দি সাব স্টেশনে দুইটি ৫ এমভি ট্রান্সফরমার বিকল হওয়ায় বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত
জনসংযোগ, করিমগঞ্জ : পাথারকান্দি বিদ্যুত্ সাব স্টেশনে দুইটি ৫ এমভি পাওয়ার ট্রান্সফরমার আকস্মিকভাবে বিকল হওয়ায় পাথারকান্দি বিদ্যুত্ সাব স্টেশনের অন্তর্গত সমগ্র অঞ্চলে বিদ্যুত্ সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। করিমগঞ্জ ইলেকট্রিক্যাল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পাথারকান্দি বিদ্যুত্ সাব ডিভিশনের ৫ এমভি দুইটি পাওয়ার ট্রান্সফরমার আকস্মিকভাবে বিকল হওয়ায় ওই বিদ্যুত্ সাব ডিভিশনের অন্তর্গত সমগ্র এলাকায় বিদ্যুত্ সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।
এর পরিপ্রেক্ষিতে অসম বিদ্যুত্ বিতরণ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে যুদ্ধকালীন তত্পরতায় এই ট্রান্সফরমারগুলি সচল করার কাজ চলছে। বিজ্ঞপ্তিতে বিদ্যুত্ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে ।