Barak Valley

পিএম ইজিপিতে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ

জনসংযোগ, হাইলাকান্দি, ৮ জুন : প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের ( পিএমইজিপি) ম্যানুফ্যাকচারিং সেক্টারে সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা রয়েছে।। এই স্কিমের সার্ভিস সেক্টরে সর্বোচ্চ ২০ লক্ষ টাকার ঋণের ব্যবস্থা রয়েছে। এতে টোটাল প্রজেক্ট কস্টের ৩৫ শতাংশ সাবসিডির ব্যবস্থা থাকছে। ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রজেক্ট এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোন মাপকাঠি নেই। হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার কর্মসংস্থানে আগ্রহী যুবক-যুবতীদেরকে এই ঋণের সুযোগ দিতে আবেদন জানানো হয়েছে। আগ্রহীদের কে ওয়েবসাইট www.kviconline.gov.in এ ভিজিট করে DIC অথবা KVIC স্পনসরিং এজেন্সি সিলেক্ট করে দরখাস্ত জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। হাইলাকান্দি জেলার আবেদনকারীদের ক্ষেত্রে ফোন নম্বর 9435218128 এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Show More

Related Articles

Back to top button