Barak Valley
পিএম-কিষান যোজনা নিয়ে পর্যালোচনা বৈঠক করিমগঞ্জে
করিমগঞ্জ : দেশের কোটি কোটি কৃষক প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার সুবিধা পাচ্ছেন । কৃষকদের অর্থ সাহায্য করার উদ্দেশ্যে মোদী সরকার কয়েক বছর আগে এই যোজনা শুরু করেছিল। গত ফেব্রুয়ারি যোজনার ১৬-তম কিস্তির টাকা ট্রান্সফার করা হয়েছিল । এবার ১৭-তম কিস্তির অপেক্ষায় কোটি কোটি কৃষক ।
সূত্রের খবর, লোকসভা নির্বাচনের পর জুন বা জুলাই মাসে পরবর্তী কিস্তির টাকা ট্রান্সফার করা হতে পারে।
আজ বৃহস্পতিবার করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে জেলাশাসকের কার্যালয়ের সভাকক্ষে কৃষি বিভাগের অন্তর্গত পিএম-কিষাণ যোজনার ওপর এক পর্যালোচনা বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উদয়শংকর দত্ত, করিমগঞ্জ সদরের দেবাশিস বরা, সহকারী আয়ুক্ত রংবামন তেরন, জেলা কৃষি আধিকারিক হেমেন দাস সহ অন্যান্য বিভাগীয় কর্মচারীরা।