Assam

প্রাতর্ভ্রমণে গিয়ে ছিঁচকে চোরের হাতে মোবাইল ফোন খোয়ালেন ডিআইজি বিবেকরাজ

গুয়াহাটি, ২৩ জুলাই : প্রাতর্ভ্রমণে গিয়ে ছিঁচকে চোরের হাতে মোবাইল ফোন খোয়ালেন খোদ ডিআইজি (আইন-শৃঙ্খলা) বিবেকরাজ সিং। ঘটনা আজ রবিবার ভোরসকালে গুয়াহাটির উলুবাড়ি এলাকায় সংগঠিত হয়েছে।

প্রতিদিনের মতো আজ সকালেও রাজ্য পুলিশের সদর দফতর সংলগ্ন উলুবাড়ির রাজপথে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন ডিআইজি (আইন-শৃঙ্খলা) বিবেকরাজ সিং।

সে সময় ট্ৰ্যাকস্যুট পরে সাদা পোশাকেই ছিলেন তিনি। রাস্তায় করছিলেন জগিং। কিন্তু আচমকা দুরন্ত এক মোটর বাইকার বিবেকরাজের হাত থেকে ছিনতাই করে তাঁর মোবাইল ফোনের দামি হ্যান্ডসেট।

অকস্মাত্‍ ছিনতাইবজের খপ্পরে পড়ে হতভম্ব হয়ে যান রাজ্য পুলিশের শীর্ষ কর্তা আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত খোদ ডিআইজি। ঘটনা সম্পৰ্কে ভুক্তভোগী ডিআইজি-র কাছে বিস্তারিত জানা য়ায়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছেন পুলিশের অন্য এক কর্তা।

Show More

Related Articles

Back to top button