Barak Valley

প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে সভা নাইরগ্রামে

করিমগঞ্জ : বিদ্যুৎ বিভাগের প্রিপেড স্মার্ট মিটার বাতিলের দাবিতে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের করিমগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার চরগোলা নাইরগ্রামে বিদ্যুৎ গ্রাহকদের এক সভা হয়৷

প্রদীপ রঞ্জন নাথের পৌরোহিত্যে সভায় বক্তব্য রাখেন সংস্থার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি সুনীত রঞ্জন দত্ত, সম্পাদক সুজিত কুমার পাল, পরিচালন সমিতির অন্যতম সদস্য অরুণাংশু ভট্টাচার্য, গোপাল চন্দ্র পাল ও অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের অন্যতম আহ্বায়ক হিল্লোল ভট্টাচার্য সহ অন্যরা৷

সভায় স্থানীয় জনগণ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থাকে কোনও অবস্থাতেই মেনে নেওয়া হবে না৷ বক্তারা বলেন, প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা দরিদ্র মানুষের কাছে বিপদের হয়ে দাঁড়িয়েছে৷ APDCL কর্তৃপক্ষ এতদিন গ্রাহকদের মিটার প্রদান করতো৷ কিন্তু এখন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ব্যক্তিগতকরণের প্রাথমিক ধাপ হিসাবে তা কিছু ব্যবসায়িক কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে৷ তবে গ্রাহকদের ভয় দেখিয়ে, বিভ্রান্ত করে জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এই প্রিপেড মিটার৷ সভায় প্রিপেড স্মার্ট মিটার না বসানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button