Assam

ফ্যান না চালিয়ে গাছের নীচে থাকুন, বিল কমবে, পরামর্শ দৈমারির

গুয়াহাটি : গরমের জ্বালায় নাজেহাল অবস্থা মানুষের৷ একদিকে গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ জনজীবন আর অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাট! অবস্থা একেবারে কাহিল৷ তবে চিন্তা নেই, বিদ্যুৎ বিলের অতিরিক্ত বোঝা থেকে রেহাই পেতে নতুন এক ফর্মুলা দিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি৷

রাজ্যে বিদ্যুৎ চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু বিদ্যুৎ উৎপাদন তো বাড়ছে না৷ তাই লাইট, ফ্যান এসব কম ব্যবহার করে গাছের নীচে থাকার পরামর্শ দিলেন তিনি৷

তিনি রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, রাজ্য সরকারকে বিদ্যুৎ কিনতে হয় নির্দিষ্ট কোম্পানি থেকে৷ ওরা রেট বাড়িয়ে দিলে সরকার সেই টাকা মানুষের কাছ থেকে শুল্ক বাড়িয়ে পরিশোধ করে৷ কেননা, সরকারের তো আলাদা ইনকাম সোর্স নেই৷ এখন যেহেতু উৎপাদন কম, তাই ফ্যান-লাইট এসব প্রয়োজন ছাড়া ব্যবহার না করে, কী করে দুর্যোগ মোকাবিলা করা যায়, সে চিন্তা করা উচিত৷ গাছের নীচে থাকার অভ্যাস করা উচিত৷

তাঁর এই পরামর্শে ঠিক কতজন গাছের নীচে হিসাব না পেলেও, সোশাল মিডিয়া মিম’র বন্যায় তোলপাড়৷ এককথায় তাঁর পরামর্শ চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে৷

Show More

Related Articles

Back to top button