Barak ValleyEducation

ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারিতে ভাস্কর্য শিল্পের উন্মোচন রামভদ্রানন্দজির

করিমগঞ্জ : করিমগঞ্জ ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের দেওয়ালে ভাস্কর্য শিল্পের উন্মোচন করলেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ রামভদ্রানন্দজি৷

শনিবার বেলা ১১টায় স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ভাস্কর্য উন্মোচনের পর তিনি বলেন, শিল্পের মাধ্যমে বছরের পর বছর ধরে সাহিত্য ও সংস্কৃতি বেঁচে থাকে৷ এভাবেই ভারতীয় সংস্কৃতি বেঁচে আছে এসব ভাস্কর্যের মধ্য দিয়ে৷

উল্লেখ্য, এই দেওয়াল ভাস্কর্যে অসমের বিখ্যাত কামাখ্যা মন্দির যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে দুর্গাপূজার চিত্রও৷ এতে স্থান পেয়েছে ভাষা শহিদদের স্মৃতি সৌধও৷ বিহু, ধামাইল, অসমের জাতীয় পশু গন্ডার, বরাকের ডলফিন, বীর লাচিত বরফুকন, রংঘর এবং মাজুলির বিখ্যাত নামঘর, খাসপুরের রাজবাড়ি, অসমের জাতীয় ফুল কপৌ ফুল, পর্যটন কেন্দ্র কাজিরাঙা, ঝাঁপি-গামছা, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জলাশয় করিমগঞ্জ জেলার শনবিলকে যুক্ত করা হয়েছে এতে৷

স্বাগত বক্তব্যে স্কুলের অধ্যক্ষ স্বপন কুমার দেবনাথ বলেন, এই ভাস্কর্য তৈরি করেছেন করিমগঞ্জের শিল্পী কিশোর দে৷ ফাইবারের এই ভাস্কর্য দীর্ঘ বছর অসমের গৌরবময় ইতিহাসকে তুলে ধরবে৷ করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকা রঞ্জন চক্রবর্তী বলেন, এই স্কুল শুরু থেকেই ভারতীয় সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে আসছে৷ আজ এক নতুন পালক যুক্ত হল স্কুলের মুকুটে৷

শহরের বিশিষ্ট শিক্ষাবিদ সহ অন্যদের উপস্থিতিতে ‘অসম’ শীর্ষক ভাস্কর্য শিল্পের উন্মোচন করা হয়৷ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা, ড. মানস দাস, প্রেস ক্লাবের উপদেষ্টা হবিবুর রহমান চৌধুরী প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button