বদরপুরের বিভিন্ন ফার্মাসিতে ড্রাগস ইন্সপেক্টরের অভিযান, আটক এক
বদরপুর : ওষুধ বিক্রির ফার্মাসি হয়ে পড়েছে নেশা দ্রব্য বিক্রির আঁতুরঘর। শনিবার করিমগঞ্জ জেলার বদরপুরে বহু টাকা মূল্যের কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে। শ্রীগৌরী এলাকার একটি ফার্মাসি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ফেন্সিডাইল। কালাচাঁদ মেডিক্যাল হল থেকে উদ্ধার করা হয়েছে কার্টুন ভর্তি নেশা জাতীয় কফ সিরাপ।
আজ ড্রাগস ইন্সপেক্টরের অভিযানের খবর চাউর হতে অন্যান্য ফার্মাসির মালিকরা দোকান বন্ধ করে গা ঢাকা দিয়েছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে বদরপুর এলাকায় বিভিন্ন ওষুধের দোকানে মাদকদ্রব্য বিক্রি হয় বলে এক খবর বেজায় চাউর হচ্ছিল। ওই খবরের ভিত্তিতে আজ শনিবার বদরপুর থানা থেকে পুলিশের দল নিয়ে ড্রাগস ইনস্পেক্টর শ্রীগৌরী বাজারের বিভিন্ন ঔষধালয়ে হানা দেন।
অভিযানে আটক করা হয় একজনকে। অভিযোগ, ওষুধ বিক্রির আড়ালে নেশা বিক্রির রমরমা ব্যবসা করছিলেন তিনি। ফার্মাসি থেকে নেশা জাতীয় সিরাপ উদ্ধা্রের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়।