Barak Valley
বদরপুরে অটো দুর্ঘটনায় হত বৃদ্ধ
বদরপুর : অটো রিকশা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনৈক বৃদ্ধ। মৰ্মান্তিক এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুরঘাটে, আজ বৃহস্পতিবার সকালে।
জানা গেছে, এএস ১১ ইসি ৯০১৪ নম্বরের একটি যাত্রীবাহী অটো বদরপুরঘাট এলাকায় গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। এতে বদরপুরের পার্শ্ববর্তী পাঁচগ্রামের বাসিন্দা পরেশ দাস নামের এক বৃদ্ধ প্রাণ হারান এবং আরও কয়েকজন আহত হয়েছেন
এদিকে দুর্ঘটনা সংঘটিত করে অটো ছেড়ে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক। স্থানীয় জনতা বদরপুর থানায় দুর্ঘটনা সম্পর্কে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। পাশাপাশি অভিশপ্ত অটো রিকশাকে নিজেদের জিম্মায় নিয়েছে পুলিশ।