বদরপুরে ফের ইয়াবা ট্যাবলেট সহ আটক ২
বদরপুর : বদরপুরে ফের ইয়াবা ট্যাবলেট আটক করল পুলিশ৷ এই ঘটনায় সোমবার বিকেলে বদরপুরের বিভিন্ন অঞ্চলে চাঞ্চল্য দেখা দেয়৷ জানা গেছে, বদরপুর থানা এলাকার ৩৭ নং জাতীয় সড়কের বদরপুরঘাটে সোমবার বিকেল ৪টায় ২ ইয়াবা ট্যাবলেট পাচারকারীকে পুলিশ আটক করতে সক্ষম হয়৷ ধৃতদের কাছ থেকে ৯,৬০০ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে পুলিশ৷ ধৃত ২ পাচারকারীর নাম ইউসুফ আলি ও নাসির উদ্দিন৷ তাদের বাড়ি ত্রিপুরায়৷
ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে, বদরপুর পুলিশ বদরপুর ৩৭ নং জাতীয় সড়কের আলাকুলিপুরে ওৎ পেতে বসে৷ বিকেল আনুমানিক ৪টায় বাইক নিয়ে ২ ইয়াবা ট্যাবলেট পাচারকারী বদরপুরের দিকে আসার সময় পুলিশ তাদের জালে পুরতে সক্ষম হয়৷ পুলিশ তাদের তল্লাশি চালিয়ে প্রায় ৯,৬০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়৷ পুলিশের জিজ্ঞাসাবাদে পাচারকারীরা জানিয়েছে, ইয়াবা ট্যাবলেটগুলি তারা আগরতলায় নিয়ে যাচ্ছিল৷ বদরপুর পুলিশ এই ঘটনার পেছনে আর কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে৷