Barak Valley
বদরপুরে বাইকের ধাক্কায় গুরুতর জখম ১
বদরপুর : বদরপুর থানা এলাকার বছলায় এক বাইকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন এক পথচারি৷ নাম তেরা মিয়া (৬৭/৭৮) বছর৷ বাড়ি বদরপুর থানার বছলা গ্রামে৷
ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার সকাল ৯:৩০-য় তেরা মিয়া পূর্ত সড়ক দিয়ে বছলা বাজারের দিকে আসছিলেন৷ ঠিক এই সময় পেছন দিক থেকে একটি বাইক দ্রুতগতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে৷ এতে তার মাথা, হাত, বুকে মারাত্মক জখম হয়৷ ঘটনার পর বাইক চালক কিশোর ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয়৷ স্থানীয় মানুষ রক্তাক্ত অবস্থায় তেরা মিয়াকে শ্রীগৌরী CHC-তে পাঠিয়ে দেন৷ এখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নতমানের চিকিৎসার জন্য শিলচর মেডিক্যালে পাঠান৷ বদরপুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি নিজেদের হেফাজতে নেয়৷