৬ এপ্রিল দুদিনের অসম সফরে রাষ্ট্রপতি

গুয়াহাটি, ২৯ মার্চ : কাজিরঙা জাতীয় উদ্যানে অনুষ্ঠেয় হাতি উত্সবে অংশগ্রহণ করতে আগামী ৬ এপ্রিল দুদিনের সফরসূচি নিয়ে অসমে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণ করার পর এটা রাষ্ট্রপতি মুর্মুর দ্বিতীয় অসম সফর।
নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা লিখেছেন, ‘৬ এপ্রিল দুদিনের সফরে অসমে আসবেন আদরনীয়া রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মু। তাঁকে আতিথেয়তা দেওয়ার জন্য অপেক্ষা করছে অসম। রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে প্রস্তুতি পর্বের পর্যালোচনা করতে বৈঠক করেছি।’
প্রাপ্ত খবরে জানা গেছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুৰ্মু আগামী ৬ এবং ৭ এপ্রিল কাজিরঙা জাতীয় উদ্যানে অনুষ্ঠেয় হাতি উত্সবে যোগদান করবেন। কাজিরঙার বিভিন্ন এলাকায় হাতি উত্সব উপলক্ষ্যে নানা কাৰ্যক্ৰম অনুষ্ঠিত হবে। তবে উচ্চস্তরের আলোচনা না হওয়ায় এখন পর্যন্ত নির্দিষ্ট স্থানগুলি নির্ধারণ করা হয়নি, জানান কাজিরঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ।
কৰ্তৃপক্ষ জানান, উত্সবটি এশিয়ান হাতিদের কনজাৰ্ভেশন এবং প্ৰিজাৰ্ভেশনের জন্য জাতীয় উদ্যানে আয়োজিত একটি বার্ষিক অনুষ্ঠান। রাজ্যে ক্রমবর্ধমান হাতি-মানব সংঘাতকে তুলে ধরা এবং সমাধান করার উদ্দেশ্যে যৌথভাবে বন ও পর্যটন বিভাগ এই উত্সবের আয়োজন করে।