Barak Valley
বদরপুর থানা নাগরিক কমিটিকে স্বীকৃতি রাজ্যপালের
বদরপুর : বদরপুর থানা লেভেল নাগরিক কমিটিকে স্বীকৃতি দিলেন রাজ্যপাল৷ রাজ্যপাল স্বীকৃত বদরপুর থানা লেভেল নাগরিক কমিটির তালিকা আজ প্রকাশিত হয়েছে৷ এই কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন শ্রীগৌরী এলাকার সমাজকর্মী রূপনকুমার পাল৷ সদস্য মনোনীত হয়েছেন জুমবস্তির বাদলচন্দ্র দাস, দেওরাইলের রেজাউল করিম, দিঘির পারের আব্দুল ওয়াহিদ চনিধুরি, মহিতোষ দাস, মালুয়া নাহারপুরের আগনজীবি অর্চনা দত্ত৷ এই কমিটিকে নোটিফিকেশন জারি করে স্বীকৃতি দিয়েছে রাজ্যপাল৷