Barak Valley

বদরপুর থিয়েটার ওয়ার্কশোপের অঙ্কন কর্মশালা

বদরপুর : বদরপুরের বুকে প্রথমবারের মতো আয়োজন হল অভিনব এক অঙ্কন শিল্প কর্মশালা৷ থিয়েটার ওয়ার্কশোপ ও ফাইন আর্টস একাডমির যৌথ উদ্যোগে বদরপুরের রেলওয়ে উচ্চতর বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এই কর্মশালা৷ এবছর থিয়েটার ওয়ার্কশোপের রজত জয়ন্তী বর্ষ, তাই সারা বছর ধরেই ওয়ার্কশোপের কর্মসুচি হাতে নিয়েছে সংস্থা৷ তার উপর আগামীতে আছে ৭ দিনের সাংস্কৃতিক উৎসব৷ এই কর্মশালায় শতাধিক কচিকাঁচা ৩টি বিভাগে অংশগ্রহণ করে৷ থার্মোকল প্লেটের ওপর রং ভরে তার ওপর নানা রকম ডাল ও মশলা দিয়ে অভিনব দৃশ্যপট তৈরি করে৷ তালপাতার পাখার ওপর ফেব্রিক দিয়ে এবং ছাতার ওপর রং দিয়ে নানা রকম ডিজাইন করে উপস্থিত সকলকে তাক লাগিয়ে দেয় শিশু চিত্রশিল্পীরা৷

এদিন উপস্থিত ছিলেন সঞ্চালক অজয় সেনগুপ্ত, রেলওয়ে উচ্চতর বিদ্যালয়ের অধ্যক্ষ ক্ষিতিশচন্দ্র নাথ, লোয়াইরপোয়া আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ ও ওয়ার্কশপের আহ্বায়ক বিপ্লব কুমার, ফাইন আর্টসের প্রধান চন্দ্রশেখর রায়৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আসাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন আর্টসের স্নাতক ও পাথারকান্দি স্কুলের চিত্রকলা শিক্ষককে এদিন সংস্থার তরফ থেকে উত্তরীয় দিয়ে বরণ করা হয়৷ রেল শহরে শিশুদের এধরনের প্রতিভা দেখে সবাই আপ্লুত৷ উপস্থিত বিশিষ্টরা তাঁদের বক্তব্যের মাধ্যমে কচিকাঁচাদের অনুপ্রেরণা দিয়ে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন৷ অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের শংসাপত্র দেওয়া হয়৷

Show More

Related Articles

Back to top button