বদরপুর প্রেসক্লাবে পালিত হল ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে
বদরপুর : শুক্রবার বদরপুর প্রেসক্লাবে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়৷ এ দিন প্রেস ক্লাবের সভাপতি যীশু শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রতি বছরের প্রেস ফ্রিডম ডে উদযাপিত হয় একটি বিশেষ থিমকে সামনে রেখে৷ যখন বিপন্ন প্রাণ, প্রকৃতি, পরিবেশ, তখন সংবাদ মাধ্যমেরই তো দায়িত্ব সর্বশক্তি দিয়ে পরিবেশকে রক্ষা করা৷ সংবাদ মাধ্যমের স্বাধীনতা একটি সভ্য গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক৷ সংবাদ মাধ্যমে যেমন দায়িত্বশীল হতে হবে, তেমনি রাষ্ট্র বা রাজনেতারাও কিন্তু সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার দায় এড়াতে পারেন না৷ মনে রাখতে হবে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সংবাদ মাধ্যম৷ সেই স্তম্ভটি দুর্বল হলে গণতান্ত্রিক ব্যবস্থার গোটা প্রাসাদটাই হুড়মুড় করে ভেঙে পড়তে পারে৷ এদিন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-তে উপস্থিত ছিলেন বদরপুর প্রেস ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ যীশু নাথ, সদস্য পিন্টু শুক্রবৈদ্য সহ অন্যরা৷