Barak ValleyAssam

বরাক উপত্যকায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, সরব কং নেতা বিধায়ক কমলাক্ষ

গুয়াহাটি, ৩ সেপ্টেম্বর : গত কিছু দিন থেকে বরাক উপত্যকা সহ করিমগঞ্জ জেলায়ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিঙে নাজেহাল শহর তথা গ্রামাঞ্চলের জনগণ। শহরে ২৪ ঘম্টার মধ্যে হাতেগোনা ৫ থেকে ৬ ঘণ্টা পরিষেবা পাওয়া গেলেও গত তিনদিন ধরে প্রায় অন্ধকারে বরাক উপত্যকার গ্রামাঞ্চল। স্থানে স্থানে এ নিয়ে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ।

কিন্তু এখন পর্যন্ত অবস্থার কোনও উন্নতি হয়নি। আজ রবিবার এ নিয়ে সরব হয়েছেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

দিশপুরের সরকারি আবাস থেকে ভিডিও বার্তায় বিধায়ক কমলাক্ষ লোডশেডিঙের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সর্বকালের ব্যর্থ সরকার বলে আখ্যা দিয়েছেন। নির্বাচনের আগে বিজেপি ২৪ ঘণ্টা বিদ্যুত্‍ পরিষেবা প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছিল। বরাকের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিজেপির প্রতিশ্রুতি। দিনে ২৪ ঘণ্টার মধ্যে ৪ ঘণ্টা পরিষেবা পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। বিধায়ক বলেন, দিল্লি, পাঞ্জাব সরকার মানুষকে ২০০ থেকে ২৫০ ইউনিট বিদ্যুত্‍ ফ্রি দিলেও, এর উল্টো চিত্র অসমে। ২৪ ঘণ্টা পরিষেবা দেওয়া অসমের এই সরকারের আমলে ফ্রি পাওয়া দূরের কথা, ঘন ঘন লোড শেডিং হচ্ছে৷

বিধায়ক বলেন, লোডশেডিঙের দরুন মানুষের জনজীবন বিপর্যস্ত। হয়রানি শিকার সাধারণ মানুষ। প্রতিবাদে মাঠে নেমেছেন খোদ বিজেপি কর্মীরাও। চাপা ক্ষোভ বিরাজ করছে গোটা বরাক জুড়ে। সন্ধ্যার পর গোটা বরাক জুড়েই বিভীষিকাময় পরিবেশ। ছাত্রছাত্রীরা বই-খাতা রেখে রাস্তায় বেরিয়ে পড়েছে প্রতিবাদে। অথচ এ নিয়ে ভাববার সময় নেই, কোন দায়ও নেই সরকারের।

কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, বাধ্য হয়ে আজ রবিবার এ নিয়ে কথা বলেছেন এপিডিসিল-এর এমডি রাকেশ কুমারের সঙ্গে। তিনি আশ্বাস দিয়েছেন, আগামী একদিনের মধ্যেই সমস্যার সমাধান হচ্ছে। হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, একদিনের সময় দেওয়া হয়েছে বিভাগকে। যদি অবস্থার পরিবর্তন না হয়, তা-হলে বরাকের মানুষ এক হয়ে মাঠে নামবেন। এতে যদি কোনও ধরনের অঘটন ঘটে তা-হলে দায়ী থাকবে বিভাগ। আন্দোলন করেই ন্যায্য দাবি আদায় করতে হবে, বলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।

Show More

Related Articles

Back to top button