Updates

বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের ভাঙ্গায় বিএসএফ-এর অভিযানে উদ্ধার চারটি মহিষ, আটক এক

করিমগঞ্জ : গতকাল মঙ্গলবার করিমগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কুকিতল থেকে ২১টি গরু, দুটি বলেরো পিকআপ ভ্যান এবং তিন পাচারকারীকে আটক করার পর আবারও সাফল্য পেয়েছে বিএসএফ। বুধবার ভোররাতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাঙ্গায় অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের সময় চারটি মহিষ উদ্ধার করেছে বিএসএফ।

পাশাপাশি বুধবারের অভিযানে সীমান্ত থেকে আটক করা হয়েছে এক পাচারকারীকে। ধৃত পাচারকারীকে হাসানপুর গ্রামের মিনু মিয়াঁ শনাক্ত করা হয়েছে।

গত কয়েকদিন ধরে একের পর এক সাফল্য লাভ করছে বিএসএফ-এর গোয়েন্দা শাখা। বুধবার ভোর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযানে নামে সীমান্ত রক্ষী বাহিনী। তখন বাংলাদেশ পাচার করার সময় ভাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার করা হয় মহিষগুলি।

বিএসএফ-এর জনৈক পদস্থ আধিকারিক জানান, অন্ধকার এবং গভীর জঙ্গলের সুযোগ নিয়ে অন্য পাচারকারীরা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে আন্তর্জাতিক চোরাচালান আইনের বলে এজাহার দায়ের করে তাকে ভাঙ্গা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে বিএসএফ কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Back to top button