Barak Valley
বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের সোনাতোলায় বিএসএফ-এর হাতে উদ্ধার তিনটি মহিষ

পাথারকান্দি : সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের আগে তিনটি মহিষ উদ্ধার করেছে বিএসএফ। উদ্ধারকৃত মহিষগুলির আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ১.২০ লক্ষ টাকা হবে বলে বিএসএফ সূত্রে জানা গেছে।
জানা গেছে, করিমগঞ্জ জেলার লক্ষ্মীপুর সীমান্ত চৌকি থেকে প্রায় এক হাজার মিটার দূরে সোনাতলা থেকে বুধবার কাকভোরে বাংলাদেশে পাচারের পথে মহিষগুলি উদ্ধার করেছে বিএসএফ-এর ১৩৪ নম্বর ব্যাটালিয়ন।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ওপর ভিত্তি করে আজ ভোররাতে সীমান্ত এলাকায় অভিযান চালায় বিএসএফ-এর টহলদারি দল। এর পর এক সময় সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা হয় মহিষগুলি।