Barak Valley

বাংলাদেশে শিল্প সংস্কৃতির ওপর আঘাতের প্রতিবাদ করিমগঞ্জে

করিমগঞ্জ : উত্তপ্ত বাংলাদেশে শিল্প সংস্কৃতির ওপর ব্যাপক আঘাতের প্রতিবাদে বুধবার শম্ভুসাগর পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে প্রদীপ জ্বালিয়ে ধিক্কার জানালেন নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীরা৷ রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসের প্রাক্কালে বাংলাদেশের মৌলবাদীদের সে দেশের শিল্পীদের বাড়িতে হামলা ও অনেক শিল্প ভেঙে ফেলার প্রতিবাদ জানানো হয়৷ এবং এসব ঘটনা যাতে আর না ঘটে তার জন্য বাংলাদেশের প্রতি আবেদন জানান৷ প্রতিবাদে শামিল হয়ে নিজের মতামত তুলে ধরেন প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস, জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, বিজেপির শহর মণ্ডল সভাপতি কিশোর দে, প্রেস ক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায় প্রমুখ৷

এদিকে প্রদীপ জ্বালিয়ে প্রতিবাদের প্রাক্কালে টানা এক ঘন্টা বৃষ্টি থাকায় অনেকে আসতে পারেননি৷ তবে বৃষ্টি উপেক্ষা করেও ভগিনী নিবেদিতা সামাজিক সাংস্কৃতিক সংস্থা, চারণিক, সপ্তসুর সাংস্কৃতিক সংস্থা, খুশি স্মৃতি সংস্থা, নৃত্যশ্রী কলা নিকেতন, বাংলা সাহিত্য সভা অসম সহ অনেক সংগঠনের প্রতিনিধিরা৷ বিশিষ্ঠদের মধ্যে ছিলেন সৌমিত্র পাল, ডাঃ দেবতোষ পাল, আইনজীবি পিকলু দাস, শুভ্রপ্রকাশ দেব, সোনালী গোস্বামী প্রমুখ৷

Show More

Related Articles

Back to top button