EducationBarak Valley
বাংলা বিষয়ে ইংরেজিতে প্রশ্নপত্র, ব্যবস্থা গ্রহণের দাবি
শিলচর : সম্প্রতি শিলচর ডনবস্কো স্কুলের ৩য় শ্রেণির বাংলা বিষয়ের প্রশ্নপত্র ইংরেজিতে ছাপানোর তথ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে৷ এই প্রশ্নপত্র দেখে অনেকেই আশ্চর্য ও উদ্বিগ্ন হয়েছেন৷ মাতৃভাষা সুরক্ষা সমিতির সদস্যরাও এমন অদ্ভুত কাণ্ডজ্ঞানহীন কাজে উদ্বিগ্ন হয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে এই অবাঞ্ছিত ক্রটির জন্য বিভাগীয় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছেন৷ স্কুল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নেন সেটা লক্ষ্য করে আগামী সপ্তাহে সমিতি পরবর্তী কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে৷