North-East
অসমের শিলচরে এনআইএ-র হাতে গ্রেফতার মণিপুর বোমা বিস্ফোরণে জড়িত অভিযুক্ত

শিলচর : দক্ষিণ অসমের কাছাড় জেলা সদর শিলচরে এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছে মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত কোয়াকতায় বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত অভিযুক্ত। ধৃত অভিযুক্তকে মহম্মদ নুর হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।
গোয়েন্দা সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে শিলচর সদর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) যৌথ অভিযান চালিয়ে মহম্মদ নুর হুসেনকে গ্রেফতার করেছে।
মণিপুর পুলিশ প্রাথমিকভাবে গত ২১ জুন বিষ্ণুপুর জেলার অন্তর্গত মৈরাং মহকুমাধীন পিজিসিআই থানায় ৬৩৫ (৬)/২০২৩ নম্বরে এফআইআর করে এক মামলা নথিভুক্ত করেছিল। পরে ২৩ জুন মামলাটি ইমফলে এনআইএ-কে হস্তান্তর করা হয়। এনআইএ বিষ্ণুপুর জেলার অন্তর্গত কোয়াকতায় বোমা বিস্ফোরণ সংক্ৰান্ত ফের এক মামলা রুজু করে তদন্ত শুরু করে।