Barak Valley
বারইগ্রামে ড্রাগস সহ আটক ১
বারইগ্রাম : ড্রাগসের বিরুদ্ধে একের পর এক অভিযান চলছে৷ তার মধ্যে পুলিশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে ড্রাগসের রমরমা ব্যবসা৷ এই অবৈধ পাচারকাণ্ডে মহিলাদের ব্যবহার করছে পাচারকারীরা৷ আজ মঙ্গলবার বিকেলে আসাম রাইফেলস ও পাথারকান্দি পুলিশের যৌথ অভিযান চলে দক্ষিণ করিমগঞ্জের বারইগ্রামের নঘরিয়া গ্রামে৷ স্থানীয় আমির আলির ঘরে অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ড্রাগস সমেত আমির আলির স্ত্রী রাহেলা বেগমকে গ্রেফতার করে৷ এদিকে পুলিশের অভিযানের আঁচ পেয়ে ঘটনার মূল পান্ডা আমির আলি আত্মগোপণ করে৷