Barak Valley

বারইগ্রামে রাধারমণ আশ্রমে বৃক্ষ রোপণ কর্মসূচি

বারইগ্রাম : গাছ লাগানোর জন্য বিশেষ কোনও দিনের প্রয়োজন নেই৷ যে কোনও উৎসবে-অনুষ্ঠানে গাছ লাগানো যায়৷ প্রকৃতি ও আগামী প্রজন্মের জন্য পৃথিবীর অস্তিত্ব রক্ষা করতে হলে নানা অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচি রাখতে হবে৷ সামাজিক বা ধর্মীয় উৎসব অথবা জন্ম, মৃত্যু, বিবাহ ইত্যাদিকে স্মরণ করে রাখতে গাছ লাগানোর আহ্বান জানালেন বারইগ্রাম শ্রীশ্রী রাধারমণ গোস্বামী জিউর আশ্রমের প্রধান সেবাইত প্রণবানন্দ দাস বাবাজি৷

বুধবার জন্মদিন উপলক্ষে আশ্রম চত্বরে লারিকেল গাছের চারা রোপণ করে তিনি প্রতিদিন একটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানান৷

তিনি বলেন, বেশি করে ফলের গাছের চারা লাগালে পশুপাখি বাঁচাতে পারবে৷ কারণ মানুষের কর্তব্য নিজে বাঁচা, অন্যকে বাঁচানো৷ প্রণবানন্দ দাস বাবাজি বলেন, ‘গাছা লাগান, প্রাণ বাঁচান’ এই বার্তা ছড়িয়ে দিতে হবে৷ এদিন আশ্রমে ৬টি নারিকেলের চারা এবং স্থানীয় শ্মশানে আগর ও কদম গাছের চারা রোপণ করা হয়৷ খুশি স্মৃতি সংস্থার আয়োজনে এই বৃক্ষ রোপণ কার্যসূচিতে অংশ নেন কানাই দঅস বাবাজি, গৌড় গোপাল দাস বাবাজি, আশ্রমের ম্যানেজার অনিরুদ্ধ ঘোষ, সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button