Barak Valley

রবীন্দ্রসদনে আন্তর্জাতিক শিশু কন্যা দিবসে মেয়েদের শিক্ষায়

করিমগঞ্জ : করিমগঞ্জ রবীন্দ্রসদন মহিলা কলেজ প্রেক্ষাগৃহে বুধবার আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করা হয়৷ আয়োজিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে ছিলেন ড. রঞ্জিত বৈদ্য৷

শুরুতে দিনটির উদ্দেশ্য ব্যাখ্যা করেন মহিলা সেলের আহ্বায়ক ড. তনুশ্রী ঘোষ৷ তিনি বলেন, প্রত্যেক বছর কন্যা দিবস আলাদা তাৎপর্য নিয়ে আসে৷ স্লোগানও আলাদা থাকে৷ ‘আমি নারী’ এই আন্দোলন থেকেই শুরু হয়েছিল এই দিবসের পথচলা৷ সংস্কৃত বিভাগের প্রধান ড. সারদামণি দাস বলেন, অনেক ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে গেছে৷ আরও এগিয়ে যাওয়া দরকার৷ তাঁর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা৷ কলেজের অধ্যক্ষ ড. অশোক কুমার দাস বলেন, মেয়েরা যথেষ্ট সুযোগ-সুবিধা পাচ্ছে, কিন্ত যা পাচ্ছে তা যথেষ্ট নয়৷ অনুষ্ঠানে মুখ্য বক্তা ড. রঞ্জিত বৈদ্য তাঁর বক্তব্যে মেয়েদের শারীরিক পরিবর্তন ও তার বহুবিধ সমস্যা নিয়ে আলোচনা করেন৷ অধ্যাপিকা পারমিতা আচার্য বলেন, নারীদের সমস্ত সমস্যা খুলতে হবে৷ বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা বলতে চায় না! ফলে সেখান থেকেই তৈরি হয় সমস্যা৷ অধ্যাপিকা তাপসী সিনহা আন্তর্জাতিক কন্যা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন৷ ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন প্রজ্ঞা অন্বেষা৷

Show More

Related Articles

Back to top button