Barak Valley
বারইগ্রামে শ্রীশ্রী রাধারানি গোস্বামী-র ৯৪তম জন্মোৎসব সোমবার
বারইগ্রাম : বিগত বছরগুলোর মতো এবারও মাতা ঠাকুরানি শ্রীশ্রী রাধারানি গোস্বামী-র জন্মোৎসব পালনের আয়োজন করা হয়েছে বারইগ্রামে৷ আগামী সোমবার পরমাধ্যা মাতা ঠাকুরানি শ্রীশ্রী রাধারানি গোস্বামী-র ৯৪তম জন্মোৎসব দিনভর বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হবে৷ এ উপলক্ষে বারইগ্রামের রাধারমণ জিউ আশ্রমে চলছে ব্যাপক প্রস্তুতি৷ রবিবার সন্ধ্যায় বিশেষ অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে জন্মোৎসবের নানা কর্মসূচি৷ সোমবার মাতা ঠাকুরানির বিশেষ পূজার্চনা ছাড়াও ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ৷ উৎসবকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকল গুরুভাই-বোনদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন আশ্রম পরিচালন কমিটির সভাপতি সুনীল পাল, সাধারণ সম্পাদক তরুণ চৌধুরী সহ অন্যান্যরা৷