Barak Valley

বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন করল পাথারকান্দি এবিভিপি

লোয়াইরপোয়া ও বাজারিছড়া : রবিবার সন্ধ্যায় স্থানীয় লাঠিটিলাস্থিত বিএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে এবিভিপি চান্দখিরা ও শিবেরগুল শাখার উদ্যোগে দীপাবলি উৎসব উদযাপন করা হয়৷

উৎসবে উপস্থিত ছিলেন সুদূর মহারাষ্ট্র থেকে আগত এবিভিপির সিল প্রতিনিধি ভাগ্যেস গায়কোয়াড় এবং করিমগঞ্জের জেলা সংগঠন মন্ত্রী ভাস্কর সরকার সহ অন্যরা৷

বিদ্যার্থী পরিষদের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে করিমগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ তারই অঙ্গ হিসেবে তারা সীমান্তে নিয়োজিত বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলি পালন করেন৷ এদিন আলোয় সাজিয়ে তোলা হয় পুরো লাঠিটিলা ক্যাম্প৷ উৎসবে স্বতঃস্ফূর্ত অংশ নেন বিএসএফ জওয়ানরা৷ এবিভিপির সিল প্রতিনিধি বলেন, দেশবাসীর সেবায় ব্রুতী জওয়ানদের সঙ্গে দীপাবলি উৎসব উদযাপন করে অত্যন্ত আনন্দিত এবিভিপি৷ এদিন তাঁরা পরস্পরকে মিষ্টিমুখ করান৷

Show More

Related Articles

Back to top button