বিধায়ক বিজয়ের হাত ধরে মন্ত্রী পীযূষ সকাশে ভর সমাজ
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের ভর সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার সহ ভর সমাজের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা৷ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ভর সমাজকে OBC cast-এ অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী পীযূষ৷ ফলে বিধায়ক বিজয় সহ মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভর সমাজের প্রতিনিধিরা৷
রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভর সমাজের লোকদের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন থেকে৷ কিছুদিন আগে এ নিয়ে ওই সমাজের কেন্দ্রীয় কমিটির কর্মকর্তারা বিজয় মালাকারের সঙ্গে দেখা করে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন৷ পরবর্তীতে বিধায়ক তাদের জুন মাসের শেষ দিকে গুয়াহাটি পৌঁছে মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে সাক্ষাৎ করিয়ে সমস্যা সমাধান করবেন বলেও জানান৷ সেই প্রতিশ্রুতি অনুযায়ী মঙ্গলবার গুয়াহাটির জনতা ভবনে ভর সমাজের লোকদের জলসম্পদ মন্ত্রীর সঙ্গে এক বৈঠকে মিলিত করেন বিজয়৷ এদিনের বৈঠকে বিধায়ক ভর সমাজের নানা সমস্যা সম্পর্কে মন্ত্রীকে জানান৷ এরমধ্যে তাদের OBC-তে অন্তর্ভুক্ত করার দাবিটি দীর্ঘদিন থেকে উঠছে বলেও জানান বিজয়৷ ভরদের দাবি অন্যান্য জাতি যেভাবে সরকার থেকে বিভিন্ন সহযোগিতা পায় সেই সুবিধাগুলো যেন তাদের জন্যও বরাদ্দ হয়৷ এছাড়াও ভর সমাজের তরফে উপস্থিত থাকা প্রতিনিধিরাও নিজেদের সমস্যা তুলে ধরেন৷
এদিন মন্ত্রী ভর সমাজের কর্মকর্তাদের আশ্বাস দিয়েছেন যে খুব তাড়াতাড়ি তাদের সমাজকে OBC-তে অন্তর্ভুক্ত করা হবে৷ এছাড়াও ভর সমাজের অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা করবেন তারা৷ এদিন বিধায়ক বিজয় মালাকারের সঙ্গে ছিলেন ভর সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি চন্দন ভর, সাধারণ সম্পাদক হরিনাথ ভর প্রমুখ৷