বিশেষভাবে সক্ষম ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিলেন বিধায়ক বিজয়
রামকৃষ্ণনগর : দরিদ্র এবং বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির হাত ভেঙে অসুস্থ হওয়ার খবর পেয়ে তাঁর চিকিৎসা করানোর দায়িত্ব নিলেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার৷ রামকৃষ্ণনগর বিধানসভার লালছড়া জিপির ফানাইরবন্দ গ্রামের বাসিন্দা শারীরিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম মিন্টু নমঃশূদ্র গত লোকসভা ভোটের দিনে পা পিছলে পড়লে তাঁর বাঁ হাত ভেঙে যায়৷ দরিদ্রতার কারণে চিকিৎসা করাতে পারছিলেন না৷ বিজেপি কর্মী হেনয় নাথ বিষয়টি বিজয় মালাকারকে জানান৷ বিধায়ক চিকিৎসা শুরু করার জন্য আর্থিক সাহায্য করেন৷ এছাড়াও জানান, তিনি দলীয় প্রচারে বাইরে থাকায় এ মুহূর্তে দেখা করতে পারছেন না৷ পরে এসে দেখা করবেন৷ এবং ডকুমেন্টগুলো সংগ্রহ করে তিনি সরকারি দফতরে পাঠিয়ে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে চিকিৎসার অর্থ পাইয়ে দিতে সাহায্য করবেন৷ বিধায়কের এমন তৎপরতায় সন্তুষ্টি ব্যক্ত করেছেন এলাকাবাসী৷