বিশ্বহিন্দু পরিষদের নগর প্রখণ্ড কমিটি গঠিত রামকৃষ্ণনগরে
রামকৃষ্ণনগর : রামকৃষ্ণনগর শহর সংলগ্ন কালীবাড়ি মন্দিরে বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়৷ সভায় বিশ্বহিন্দু পরিষদের জেলা সভাপতি অসিত বরন নাথ, সহ-সভাপতি প্রসেনজিৎ দাস, ও সম্পাদক পৃথ্বীশ নাথ উপস্থিত ছিলেন৷
সভায় বিশ্বহিন্দু পরিষদের নগর প্রখণ্ড কমিটি গঠন করা হয়৷ কমিটির সভাপতি পদে সঞ্জীব দাস (যীশু), সহ – সভাপতি বিষয় সিংহ (বিলু), সুজিত দেব, প্রসেনজিৎ শর্মা, সম্পাদক:- হৃষিকেশ বৈদ্য (সানি), সহ- সম্পাদক সঞ্জীব নাথ, প্রাণতোষ দাস, বজরংদল সংযোজক বিদ্যুৎ সুত্রধর, সেবা প্রমূখ নবায়ন বিশ্বাস, সৎসঙ্গ প্রমূখ আশিষ নাথ, ধর্ম প্রসার প্রমূখ রিণ্টু দেব, গো রক্ষা প্রমূখ বিপুল পাল, বিশেষ সম্পর্ক প্রমূখ, প্রচার প্রমূখ গৌতম সরকার, মন্দির পুরোহিত প্রমূখ মানস চৌধুরী, ধর্ম চায্য সম্পর্ক প্রমূখ পিকলু পাল। নগর প্রখণ্ড কমিটি গঠন হওয়ার আগে ভারত মাতা, শ্রীরাম ও হনুমানজির প্রতিকৃতি সম্মুখে প্রদীপ প্রজ্বলন করেন বিশ্বহিন্দু পরিষদের জেলা সভাপতি অসিত বরন নাথ, সঞ্জীব দাস ও অন্যরা৷