Barak Valley
বিশ্ব হিন্দু পরিষদের গণ উপনয়ন মার্চে
নিলামবাজার : শ্রীভূমি (করিমগঞ্জ) জেলার উত্তর করিমগঞ্জ প্রখণ্ডের ব্যবস্থাপনায় নিলামবাজারের গান্ধাই কালীবাড়িতে এক দিবসীয় গণ উপনয়ন আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে৷ যদি কেউ উপনয়ন দিতে আগ্রহী থাকেন তবে বিশ্ব হিন্দু পরিষদের জেলা সহ-সম্পাদক অভিষেক চক্রবর্তী ও প্রখণ্ডের সভাপতি দীপক কুমার চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷ উল্লেখ, প্রতি বছর বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থাপনায় ব্রাহ্মণ সন্তানদের স্বল্প শুল্কে বিজ্ঞ পুরোহিতের দ্বার উপনয়ন দেওয়া হয়ে থাকে৷