Barak Valley
বৃহস্পতিবার হাইলাকান্দিতে মন্ত্রী পরিমলের মোটর সাইকেল রেলি

হাইলাকান্দি : পরিবহন, আবগারী ও ম্যস্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে মোটর সাইকেল রেলিতে নেতৃত্ব দেবেন। পরিবহন মন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টায় লালা পুলিশ স্টেশন থেকে রেলি শুরু করবেন। এরপর তিনি সকাল সাড়ে নটা নাগাদ হাইলাকান্দি ডিসি অফিসে পৌঁছে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক সভায় যোগ দেবেন।
এরপর সকাল ১১ টায় তিনি পুনরায় পাঁচগ্রামের উদ্দেশে রেলিকে নেতৃত্ব দিয়ে নিয়ে যাবেন। বেলা বারোটায় পাঁচ গ্রামে তিনি সড়ক নিরাপত্তার সচেতনতা সংক্রান্ত এক জনসভায় যোগ দেবার পর বিকেল ২টা নাগাদ বদরপুর দেওরাইল হাইস্কুলেও অনুরুপ আরেকটি পথ নিরাপত্তার সচেতনতামূলক জনসভায় অংশ নেবেন। এরপর পরিবহন মন্ত্রী শিলচর পৌঁছে নরসিংতুলায় একটি ফ্লাওয়ার্স শোর উদ্বোধন করার কথা রয়েছে।