Barak Valley

বেকারদের জন্য বিনামূল্যে কোচিং সেন্টারের উদ্বোধন কৃষ্ণেন্দু পালের

পাথারকান্দি : প্রজ্ঞা যোজনার অধীনে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য বিনামূল্যের একটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হল বাজারিছড়ায়৷ বিধায়ক কৃষ্ণেন্দু পালের উদ্যোগে ও টাইম গুয়াহাটি প্রতিষ্ঠানের সহযোগিতায় এক মাসব্যাপী এই প্রশিক্ষণ শবিরের আয়োজন করা হয়েছে বাজারিছড়া রামকৃষ্ণ সেবাশ্রমের প্রেক্ষাগৃহে৷ বৃহস্পতিবার ফিতা কেটে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল৷ এরপর বিধায়ক স‌হ বিশিষ্টজনেরা ভারত মাত, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করেন৷

মূলত লোয়াইরপোয়া ব্লকের বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশী শিক্ষিত বেকার যুবক-যুবতীদের উন্নত প্রশিক্ষণের জন্য এই কর্মশালার ব্যবস্থা করেছেন বিধায়ক৷ বক্তব্যে বিধায়ক বলেছেন, বর্তমানে সম্পূর্ণ মেধার ভিত্তিতে সরকারি চাকরি হয়৷ তাই চাকরি পেতে হলে প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে৷ এর জন্য প্রয়োজন কঠোর অধ্যবসায় ও উন্নত মানের কোচিংয়ের৷ সেই উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে৷ বলেন, প্রত্যন্ত বালিপিপলা, রাঙামাটি এলাকার প্রার্থীদের কথা মাথায় রেখেই বাজারিছড়াতে প্রশিক্ষণ শিবির খোলার ব্যবস্থা করা হয়েছে৷ তিনি উপস্থিত যুবক-যুবতীদের এর লাভ ওঠানোর আবেদন জানিয়েছেন৷

উল্লেখ্য, কৃষ্ণেন্দু পাল বিধায়ক হওয়ার পর এলাকার শৈক্ষিক পরিবেশের উন্নয়নের প্রচেষ্টা শুরু করেছন৷ চা বাগানে মডেল স্কুল হয়েছে৷ ইছাবিল ও হাতিখিরাতে শীঘ্রই দুটি আদর্শ বিদ্যালয়ের কাজের সূচনা হবে বলে এ দিনের সভায় জানিয়েছেন কৃষ্ণেন্দু৷ এছাড়া বাজারিছড়াতে একটি মডেল কলেজ তৈরী করা হয়েছে৷ সেখানে আগামী বছর থেকে পাঠ্যক্রমের শুরু হবে৷ এদিন উপস্থিত টাইম গুয়াহাটির আধিকারিক পুরো কর্মশালা সম্পর্কে বিস্তারিত অবগত করান সবাইকে৷ পাশাপাশি তিনি প্রত্যেক প্রশিক্ষার্থীর নিয়মিত উপস্থিতি কামনা করেছেন৷ এদিন সন্ধ্যায় লোয়াইরপোয়া বিজেপি মণ্ডল কার্যালয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পালের হাত ধরে বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়৷ দুটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া মণ্ডল বিজেপির সভাপতি হৃষিকেশ নন্দী, জেলা কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে, মণ্ডল সাধারণ সম্পাদক কিশোর চৌধুরী, কিষন মোর্চার মণ্ডল সভাপতি স্বপন দাস, রামসকল কৈরি, হৈমন্তী বাসফর, অলক দে, মণ্ডল সম্পাদক ধ্রুব চক্রবর্তী সহ দলীয় পদাধিকারীরা৷

Show More

Related Articles

Back to top button