Assam

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত যোরহাট ট্রেজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট

যোরহাট : ঘুষের টাকা নিতে গিয়ে অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের আধিকারিকদের হাতে ধৃত যোরহাট ট্রেজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট মুনমুন সেন।

প্রাপ্ত খবরে প্রকাশ, জনৈক সরকারি কর্মচারীর পে বিল প্ৰক্ৰিয়াকরণের বিনিময়ে যোরহাট ট্রেজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট মুনমুন সেন মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। দাবির টাকা দিতে অপারগ কর্মচারী অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের দ্বারস্থ হয়ে এ সম্পর্কে একটি এজাহার দাখিল করেন।

এজহারের ভিত্তিতে মামলা রুজু করে ভিজিল্যান্স সেলের আধিকারিকরা অভিযোগকারীকে অভিযুক্ত জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্টকে পাকড়াও করতে প্রয়োজনীয় ছক কষে দেন। কষা ছক অনুযায়ী আজ বৃহস্পতিবার অগ্রিম কিস্তি হিসেবে ২ হাজার টাকা অগ্রিম কিস্তির ২ হাজার টাকা জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্টকে দিতে যান। তখনই অন্য নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে হাতেনাতে মুনমুন সেনকে ধরেন অসম পুলিশের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেলের আধিকারিকরা।

ধৃত যোরহাট ট্রাজারির জুনিয়র অ্যাসিস্টেন্ট অ্যাকাউনটেন্ট সেনের বিরুদ্ধ এসিবি থানায় ২৩/২০২৪ নম্বরে দুৰ্নীতি প্ৰতিরোধ আইন, ১৯৮৮-এর ধারা ৭(ক)-এর অধীনে গ্রেফতার করে তদন্ত চালিয়েছে ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি করাপশন সেল।

Show More

Related Articles

Back to top button