Barak ValleyEntertainment

বেলাভূমির ১৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ১ মে

করিমগঞ্জ : বরিষ্ঠ নাগরিকদের কল্যাণে নিয়োজিত সংস্থা সেবা পরিচালিত সুকল্প ভট্টাচার্য মেমোরিয়াল ও‍ল্ড এজ হোম বেলাভূমির ১৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী পয়লা মে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷

সভার বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজচিন্তক, সঙ্গীত কর্মী, গবেষক চন্দ্রা মুখোপাধ্যায় ও শিলচরের প্রাবন্ধিক ও অধ্যাপক জয়দীপ বিশ্বাস৷ পয়াল মে সকাল ১১টায় সারদাপল্লীর বেলাভূমিতে অনুষ্ঠান৷ প্রতিষ্ঠা দিবসে বেলাভূমির সদস্যদের গ্রাম বাংলার মায়েদের রচিত গানগুলি শোনাবেন চন্দ্রা মুখোপাধ্যায়৷

Show More

Related Articles

Back to top button